সাতক্ষীরায় শহরের দুটি বাড়িতে ডাকাতির ঘটনায় অস্ত্রের মুখে জিম্মি করে ৮০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণলাংলকার লুট করে নিয়ে যায়।
মঙ্গলবার (১৭ জুলাই) ভোরে সাতক্ষীরা শহরের কাটিয়া সরকার পাড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
সাতক্ষীরা নিউ মার্কেটে অবস্থিত আল বারাকা জুয়েলার্সের ম্যানেজার লিটন হোসেন জানান, রাত তিনটার দিকে একদল ডাকাত তার বড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে একটি ঘরের মধ্যে আটকিয়ে রাখে। এরপর ডাকাতরা বাড়ির আলমারি ভেঙ্গে ৮০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালংকার ও চারটি মোবাইল সেট লুট করে নিয়ে যায়।
এদিকে, ডাকাতরা একই এলাকার শ্যামল রাহার বাড়িতে হানা দেয়। তার বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করার সময় বাড়ির মালিক জানতে পারলে ডাকাতর সেখান থেকে পালিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতার করতে পুলিশ ইতিমধ্যে মাঠে নেমেছে বলে জানান ওসি মোস্তাফিজুর রহমান।
আজকের বাজার/একেএ