সাতক্ষীরায় এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শাহানারা খাতুন (৩৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনায় নেয়ার পথে ডুমুরিয়া নামক এলাকায় তার মৃত্যু হয়।
মৃত শাহানারা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের খলিলুর রহমানের স্ত্রী।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আবু শাহীন জানান, গত ১৮ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শাহানারা খাতুন সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড (স্থানান্তর) করা হয়। খুলনায় নেয়ার পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
এ নিয়ে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হলো। বৃহস্পতিবার বিকালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মাদরাসা ছাত্র আলমঙ্গীর হোসেন গাজী (১৪) মারা যান।
সাতক্ষীরা সিভিল সার্জন আরো জানান, সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ২৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২২ আগস্ট পর্যন্ত ৫৯ হাজার ৫৯২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে ৫৩ হাজার ৩৯৮ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৬ হাজার ১৪৭। এরমধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ৩৩২ জন। অন্যান্য বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৮১৫।
সরকারি হিসাব অনুযায়ী এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৭ জন মারা গেছেন। তবে বেসরকারি হিসাব অনুযায়ী এ সংখ্যা আরও অনেক বেশি।