সাতক্ষীরার তালা উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় ফাতিমা খাতুন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার স্বামীও আহত হয়েছেন।
বুধবার সকাল ৮ টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের কুমিরা কদমতলা নামক স্থানে ঘটনা ঘটে।
নিহত ফাতিমা খাতুন তালা উপজেলার কুমিরা নওয়াকাটি গ্রামের ডা: আজিজুর রহমানের স্ত্রী।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, ফাতিমা খাতুন ও তার স্বামী মোটরসাইকেল যোগে কুমিরায় যাচ্ছিলেন। সাতক্ষীরা-খুলনা সড়কের কুমিরা কদমতলায় পৌঁছালে খুলনাগামী একটি পিকআপ ভ্যান তাদেরকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফাতিমা মারা যায়।
নিহতের স্বামীকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।