সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ জন আটক

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ জনকে আটক করা হয়েছে। জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

রোববার সকাল থেকে সোমবার দুপুর পর্যন্ত সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানার ৯ জন, কলারোয়া থানার ৫ জন, তালা থানার ৭ জন, কালিগঞ্জ থানার ৪ জন, শ্যামনগর থানার ৭ জন, আশাশুনি থানার ৪ জন, দেবহাটা থানার ২ জন এবং পাটকেলঘাটা থানার ২ জন রয়েছেন।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

আজকের বাজার/একেএ