সাতক্ষীরায় প্রতিপক্ষের ইটের আঘাতে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম তৈয়বুর রহমান (১০)। সে পূর্ব নাকনা গ্রামের আব্দুল গনি পাড়ের ছেলে।
আশাশুনি থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার (২৫) সকালে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
ওসি মোস্তাফিজুর আরও বলেন, গনি পাড়ের সঙ্গে তার ভাই খলিল পাড়ের পারিবারিক বিরোধ চলছিলো। বৃহস্পতিবার সকালে ঝগড়ার এক পর্যায়ে খলিল ও তার ছেলেরা গনির বাড়ির দিকে ইট ছুড়ে ।
সেখান থেকে একটি ইট ঘরের পাশে দাঁড়িয়ে থাকা তৈয়বুরের মাথায় লাগলে সে গুরুতর আহত হয়। তৈয়বুরকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে, পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হয়।
সেখান থেকে শুক্রবার সকালে খুলনা সার্জিক্যাল হাসপাতালে নেয়ার পথে তৈয়বুর মারা যায়।
ওসি জানান,এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
থানার এএসআই মাহবুব হাসান বলেন, মামলার পর পুলিশ নিহত শিশুর চাচাত ভাবি নার্গিস খাতুন (২৭) ও চাচি আম্বিয়া বিবি আশুকে (৫০) আটক করেছে।
আটককৃত নার্গিস ইয়াসিনের স্ত্রী। আর আম্বিয়া খলিলের স্ত্রী।
আজকের বাজার/লাবনী