সাতক্ষীরায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ জুলাই) ভোরে ও শুক্রবার রাতে সাতক্ষীরার আশাশুনি ও কালিগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথলী গ্রামের উদয় কুমার মন্ডল (৩৬) ও কালিগঞ্জ উপজেলার পশ্চিম মৌতলা গ্রামের শাহজান আলী (৫৫)।
পারিবারিক সূত্রে জানা গেছে, উদয় কুমার মন্ডল একই গ্রামের প্রবীর মন্ডলের মৎস্য ঘেরে গত ৩ বছর ধরে কর্মচারী হিসেবে কাজ করছেন। শনিবার ভোরে ঘেরে মাছ ধরার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
অপরদিকে, শাহজান আলী শুক্রবার রাতে বাড়ির পাশে মৎস্য ঘেরে কাজ করার সময় বজ্রপাতে মারা যান। তিনি ওই গ্রামের মৃত মোকছেদ মীর্জার ছেলে।
কালিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ও আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের বাজার/আরআইএস