সাতক্ষীরায় মাদকবিরোধী অভিযানে আটক ৭২

Satkhira

চলমান মাদকবিরোধী অভিযানে সাতক্ষীরায় ১১ মাদক ব্যবসায়ী ও জামায়াত-শিবিরের ২ কর্মীসহ ৭২ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১০ জুলাই) সন্ধ্যা থেকে বুধবার (১১ জুলাই) সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উদ্ধার করা হয়েছে ১৫০ পিস ইয়াবাসহ বেশ কিছু মাদক দ্রব্য। এসময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ২৯, কলারোয়া থানা থেকে ৭, তালা থানা থেকে ৩, কালিগঞ্জ থানা থেকে ১৮, শ্যামনগর থানা থেকে ৫, আশাশুনি থানা থেকে ৫, দেবহাটা থানা থেকে ২ ও পাটকেলঘাটা থানা থেকে ৩জনকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলেও জানান তিনি।

আজকের বাজার/একেএ