সাতক্ষীরায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সাতক্ষীরায় কালীগঞ্জ-শ্যামনগর মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও ২জন আহত হন।

নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার নীজদেবপুর গ্রামের মফিজউদ্দিনের ছেলে আব্দুল মান্নান সরদার (৫০) ও সোনাতলা গ্রামের আজগর আলীর ছেলে নূর হোসেন (৩২)।

স্থানীয়রা জানান, তুহিন, শান্ত ও নূর হোসেন মোটরসাইকেলযোগে সাতক্ষীরা যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নূর হোসেন ও অপর মোটরসাইকেলে থাকা আব্দুল মান্নান সরদার নিহত হন। আহতদের উদ্ধার করে দেবহাটা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

সাতক্ষীরা কালীগঞ্জ সার্কেলের এএসপি ইমরান মেহেদী সিদ্দিকী জানান, পুলিশ লাশ দুটি উদ্ধার করে দেবহাটা থানা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে প্রেরণ করেছে।

একেএ/আরএম/