ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে ৫ টি স্বর্ণের বারসহ হাসানুর রহমান (২৩) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রোববার সকালে সদর উপজেলার পদ্মশাখরা সীমান্ত থেকে ওই স্বর্ণ চোরাকারবারীকে আটক করা হয়। আটক হাসানুর রহমান সদর উপজেলার লক্ষিদাড়ী গ্রামের আব্দুল আজিজের ছেলে।
ভোমরা বিওপির সুবেদার শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসানুর রহমানের দেহ তল্লাশি করে ৫ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। স্বর্ণগুলো ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭৬৭ গ্রাম ২০০ মিলিগ্রাম।
এমআর/