সাবানের ভেতরে লুকিয়ে স্বর্ণ পাচারের সময় এক ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তির নাম শরিফুল ইসলাম ঢালী।
২৫ অক্টোবর বুধবার রাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্তের ইছামতি নদী সাঁতরে পার হওয়ার সময় তাকে আটক করেন বিজিবি সদস্যরা।
বিজিবি ১৭ ব্যাটালিয়নের কোমরপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার আসাদুজ্জামান জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি সদস্যদের একটি দল ইছামতি নদীতে ভারতীয় নাগরিক শরিফুল ইসলাম ঢালিকে তাড়া করে।
পরে নদীতেই তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা একটি প্যাকেট থেকে উদ্ধার করা হয় ছয়টি সাবান। ওই সাবানে চকলেট আকারে ছিল ছয়টি সোনার বার, যার ওজন ৫৯ ভরি।
শরিফুলকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ ও মামলা করা হয়েছে জানিয়ে হাবিলদার আসাদুজ্জামান বলেন, ‘পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বলে জানতে পেরেছি।’
আজকের বাজার : এমএম / ২৬ অক্টোবর ২০১৭