সাতক্ষীরায় ১১ কেজি রূপাসহ ভ্যানচালক আটক

সাতক্ষীরার কালিগঞ্জের ভাড়া শিমলা এলাকা থেকে  ১১ কেজি রূপাসহ খালেক গাজী (৩২) নামের এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। আটক ভ্যানচালক শিমলা গ্রামের জব্বার গাজীর ছেলে।

শুক্রবার সকালে তাকে আটক করা হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফরহাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সামনের রাস্তা দিয়ে আসা একটি ভ্যানকে থামিয়ে তল্লাশি করা হয়।

এ সময় ভ্যানে থাকা ব্যাগের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১১ কেজি রূপা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ৬ লাখ ৬৪ হাজার টাকা। এ সময় ভ্যানচালক খালেক গাজীকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাসেল/