সাতক্ষীরায় গত ২২ জুলাই থেকে এ পর্যন্ত মোট ১৭০ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে।
এর মধ্যে সাতক্ষীরার বিভিন্ন হাসপাতালে এখনও পর্যন্ত ভর্তি রয়েছেন ৩৯ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আরও ১২১ জন। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়েছে ১০ জনকে।
সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক।
এ সময় তিনি সেখানে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের খোঁজখবর নেন ও ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি সাধারণ জনগনকে একযোগে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, ডেঙ্গু আতঙ্কের কিছু নয়। সঠিক চিকিৎসা পেলে এ রোগ সহজে নির্মূল হওয়া সম্ভব। ডেঙ্গু ঢাকাতে মহামারি আকার ধারণ করলেও মফস্বলে সেভাবে কোন প্রভাব বিস্তার করেনি। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নাই।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জানান, হাসপাতালে যারা ভর্তি আছেন তারা এখন আশঙ্কামুক্ত। আক্রান্তদের অধিকাংশই ঢাকা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় এসেছেন।
তিনি এ সময় ডেঙ্গু প্রতিরোধে মশার কামড় থেকে দূরে থাকাসহ মশা যাতে জন্মাতে না পারে সেজন্য বাড়ির আশপাশ পরিষ্কার করা ও পরিত্যক্ত জিনিসপত্র বোতল, নারকেলের খোসা, টায়ারসহ অন্যান্য জিনিসপত্র পরিষ্কার রাখা এবং ঘুমানোর আগে অবশ্যই মশারি ব্যবহার করার পরামর্শ দেন।