সাতক্ষীরার পশ্চিম সুন্দরবন এলাকা থেকে ২ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাকির বাহিনী।
বুধবার (১১ জুলাই) ভোরে সুন্দরবনের দায়ের গাং এলাকা থেকে মুক্তিপণের দাবিতে জেলেদের অপহরণ করা হয়।
অপহৃত জেলেরা হলেন, মুন্সিগঞ্জ ইউনিয়নে মিরগাং গ্রামের আব্দুল বারি মোড়লের ছেলে মহাসিন (২২) ও ঈশ্বরীপুর ইউনিয়নের ধুম ঘাট গ্রামের আব্দুস সাত্তার (২৬)।
ফিরে আসা জেলে মিরগাং গ্রামের তারাপদর ছেলে গনেশ জানান, সুন্দরবনের দায়ের গাং এলাকায় মাছ ধরার সময় বনদস্যু জাকির বাহিনী ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণ করে।
কদমতলা স্টেশন কর্মকর্তা নাসির উদ্দীন জেলে অপহরণের বিষয় সত্যতা স্বীকার করেছেন।
আজকের বাজার/একেএ