সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ’বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ওই ব্যক্তির বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১৫ টি মামলা রয়েছে।
রোববার ভোররাতে উপজেলার আবাদেরহাট এলাকায় এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশ।
নিহত ওই ব্যক্তির নাম নবাব আলী। সে উপজেলার বকচরা গ্রামের মুজিব মোল্লার ছেলে।
এ ব্যপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আবাদেরহাট এলাকায় অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে নবাব আলীর গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় সেখানে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, চারটি রামদা ও ছোরা পাওয়া যায়।
এ ঘটনায় পুলিশের এক এসআইসহ তিন সদস্য আহত হয়েছে জানিয়ে ওসি বলেন, নবাব আলী হত্যা, ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, চুরি, স্বর্ণ চোরাচালানসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১৫টি মামলার আসামি ছিলেন।
আজকের বাজার/এমএইচ