সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল। এতে ১১ টি পদে ২৬ জন প্রার্থী প্রতি দ্বন্দ্বিতা করছেন। প্রধান নির্বাচনী কমিশনার এ্যাড. গোলাম মোস্তফা (১) জানান, সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ-সভাপতি পদে ২ জন, যুগ্ম সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, সহ-সম্পাদক (লাইব্রেরি) পদে ৩ জন। সহ-সম্পাদক (ক্রীড়া ও সংস্কৃতি) পদে ২ জন ও ৩ টি সদস্য পদে ৭ জন প্রার্থী হয়েছেন। এর মধ্যে মহিলা সম্পাদিকা পদে ইয়াসমিন সুলতানা নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এ নির্বাচন রাজনৈতিক দলের ব্যানারে হয় না। এমনকি কোনো প্যানেল দেয়া হয় না। ব্যক্তি পরিচয়ে ভোটাররা নমিনেশন পেপার জমা দেন। তবে প্রার্থীদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক দলের কর্মীরা প্রচারণায় অংশ নেন। জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে এ্যাড এম শাহ আলম, এ্যাড. আব্দুল মজিদ (১) ও এ্যাড আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক পদে এ্যাড. তোজাম্মেল, এ্যাড ইউনুস আলী ও এ্যাড. রেজাওয়াল্লাহ সবুজ এর মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারনা করা হচ্ছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান