সাতক্ষীরা সীমান্ত থেকে দালালের মাধ্যমে ভারতে যাবার পথে আট রোহিঙ্গা সদস্যকে আটক করেছে বিজিবি। শুক্রবার রাতে তাদের কুশখালি সীমান্তের শিকড়ি গ্রাম থেকে আটক করা হয়।
আটকৃকরা হচ্ছে ফতেমা আক্তার (২০), ইয়াসমিন আক্তার (১৯), তশলিমা আক্তার (১৮), ওয়াজেদ আলী (১৪), নুর হাসান (১৩), ফর্সি (১১) এবং গিয়াস উদ্দিন (৬)। এরা সকলেই কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে বলে জানান বিজিবি। তাদের মধ্যে পাঁচজন নারী, একজন পুরুষ ও দুটি শিশু রয়েছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, একদল রোহিঙ্গা সদস্য ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে সাতক্ষীরা সীমান্তে জড়ো হয়েছে। আটককৃত রোহিঙ্গাদের পুনরায় কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবিরে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
এদিকে কমান্ডার নায়েক সুবেদার জহির জানান, মানব পাচারকারী দালালরা তাদেরকে চট্টগ্রাম থেকে সাতক্ষীরা সীমান্তে নিয়ে আসে বৃহস্পতিবার। পর একটি বাড়িতে গোপনে রাখার পর তাদেরকে শুক্রবার রাত ৯ টার দিকে শিকড়ি গ্রাম দিয়ে ভারতে পাচারের চেষ্টা হচ্ছিল। পেয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে তাদেরকে সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
আজকের বাজার/আর আই এস