হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়েছে র্যাব ও সেনাবাহিনী। টানা দুই দিন ধরে চালানো অভিযানে ১৩টি আরপিজি শেল (রকেট লঞ্চার গোলা) ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
শনিবার র্যাব-৭ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জানান, দুপুরে অভিযান শেষ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
বন বিভাগ সূত্র জানায়, শুক্রবার ভোরে র্যাব ও সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের একটি দল সাতছড়িতে অবস্থান নেয় এবং সকালে উদ্যানের ভেতর গহিন বনে অভিযান শুরু করে। দিনব্যাপী এ অভিযান চলে। পরে রাতে বন্ধ থাকা অভিযান শনিবার সকাল থেকে ফের শুরু হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, র্যাব অভিযানের কথা আগে থানায় জানায়নি। তবে তারা শনিবার দুপুরে একটি জিডি করেছে। সেই সাথে উদ্ধার করা বিস্ফোরক ধ্বংস করতে আদালতে আবেদন করেছে।
উল্লেখ্য, ২০১৪ সালের জুনে র্যাব তিন দফায় উদ্যানে অভিযান চালায়। এ সময় রকেট লঞ্চার, গোলা, মেশিনগান ও ট্যাংক বিধ্বংসী গোলাবারুদসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ সময় বেশ কয়েকটি বাংকারেরও সন্ধান পাওয়া যায়। সূত্র:ইউএনবি
আজকের বাজার / ফজলুর রহমান