এটা কোনো ছিনেমা নয়, নয় কোন গল্প। এবার সিঁথিতে সিঁদুর রাঙিয়ে দিয়ে শুভশ্রীকে নিজের জীবনের বাকী অংশের অংশীদার করলেন রাজ চক্রবর্তী। ওপার বাংলার পরিচালক রাজ চক্রবর্তী ও জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলী। এই জুটির বিয়ের ঘোষণা অনেক আগেই এসেছিল।
শুক্রবার ১১ মে রাতে কলকাতার উপশহরে বেশ ধুমধাম করেই সাতপাকে বাঁধা পড়েছেন রাজ-শুভশ্রী।
অনেকদিন থেকেই প্রেম করছিলেন তারা। শুরুতে অস্বীকার করলেও, শেষ দিকে সবার সামনেই হাত ধরে ঘুরেছেন দুজন। এবার আনুষ্ঠানিকভাবে পরিচালকের ঘরনি হলেন এই নায়িকা।
গেল মার্চ মাসে বিয়ের ঘোষণা দিয়েছিলেন রাজ-শুভশ্রী। যার অবসান হলো শুক্রবার, বাওয়ালি রাজবাড়িতে। বিয়ের অনুষ্ঠানে রাজ-শুভশ্রীর পরিবারের সদস্যরা ছাড়াও কাছের বন্ধুদেরও ছিলো সরব উপস্থিতি।
বাঙালি হিন্দু রীতিতে হওয়া বিয়ের অনুষ্ঠানে ছিলো পশ্চিমা ধাঁচের নাচগানও। বিয়ের মণ্ডপে রাজ বসেছিলেন পাঞ্জাবি পরে, আর লাল বেনারসিতে সেজেছিলেন শুভশ্রী।