ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) অধিভুক্ত সাত কলেজের চলমান আন্দোলন বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনলাইনে সংশ্লিষ্টদের সঙ্গে সভা করছেন। এই বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।