সাত কেজি সোনাসহ মালয়েশিয়ান নাগরিক আটক

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত কেজি স্বর্ণসহ এক মালয়েশীয় নাগরিককে আটক করেছে কাস্টমস হাউস।

আটক হওয়া ব্যক্তির নাম চ্যান গি কিয়ং (৪৭)। তিনি চীনা বংশোদ্ভূত। তার কাছ থেকে উদ্ধার হওয়া প্রতিটি স্বর্ণের বারের ওজন এক কেজি। এসব স্বর্ণের বাজার দাম প্রায় তিন কোটি ৫০ লাখ টাকা।

রোববার রাত ১০টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে আটক করা হয়। ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার ওথিলো চৌধুরী সাংবদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি দল গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাকে চ্যালেঞ্জ করে। এসময় তল্লাশি করে তার পরণে থাকা জ্যাকেটের ভেতর থেকে সোনাগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য সাড়ে ৩ কোটি টাকা বলে জানান এই কাস্টমস কর্মকর্তা।

আজকের বাজার/এমএইচ