পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে ।
কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো- সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, পাইওনিয়র ইন্স্যুরেন্স কোম্পানি, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি, বিডি ফাইন্যান্স, ব্যাংক এশিয়া, এক্সিম ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স:
১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ। এর পুরোটাই নগদ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫০ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৫ টাকা ৬০ পয়সা।
পাইওনিয়র ইন্স্যুরেন্স:
১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পাইওনিয়র ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৫ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩১ টাকা ৬০ পয়সা।
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স:
১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৯৮ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৪ টাকা ৩৬ পয়সা।
বিডি ফাইন্যান্স:
বিডি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩২ পয়সা। আর এককভাবে হয়েছে ১ টাকা ১১ পয়সা। একই সময়ে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৫ টাকা ৯৪ পয়সা; আর এককভাবে হয়েছে ১৫ টাকা ১৪ পয়সা।
ব্যাংক এশিয়া:
ব্যাংক এশিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে ১২ শতাংশ। এর পুরোটাই বোনাস। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। আর এককভাবে হয়েছে ১ টাকা ৭৫ পয়সা। একই সময়ে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২১ টাকা ৪১ পয়সা; আর এককভাবে হয়েছে ২১ টাকা ৬০ পয়সা।
এক্সিম ব্যাংক:
ব্যাংক খাতের কোম্পানি এক্সিম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৫ পয়সা। এর আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৪৮ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ৭৪ পয়সা।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক:
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ আর ৫ শতাংশ বোনাস। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮ পয়সা। আর এককভাবে হয়েছে ২ টাকা ৭ পয়সা। একই সময়ে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৫ টাকা ৮৫ পয়সা; আর এককভাবে হয়েছে ১৫ টাকা ৭৬ পয়সা।
আজকের বাজার রিপোর্ট:জাকির/আরআর/২১.০৪.২০১৭