গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলার অভিযোগপত্র আগামী দশ দিনের মধ্যে দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার (২৮ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
পুলিশ কমিশনার বলেন, “এই মামলাটির তদন্ত করতে গিয়ে কাউন্টার টেরিজম ইউনিট অনেক তথ্য পেয়েছে। এটা ছিল রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। তদন্ত একেবারে শেষ পর্যায়ে । সাত থেকে দশ দিনের মধ্যে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে।”
২০১৬ সালের ১ জুলাই রাতে কূটনীতিক পাড়া গুলিশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তাদের ঠেকাতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন।
আরজেড/