অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর সাত মসজিদ রোডে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে মঙ্গলবার এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজের কাছে ফুটপাথের উপর নির্মিত দুটি দোকান ও যাত্রী ছাউনি উচ্ছেদ করা হয়। এতে প্রায় পাঁচ হাজার বর্গফুট এলাকা চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাজিদ আনোয়ার বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় যেসব অবৈধ স্থাপনা আছে সেগুলোতে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তারেকউজ্জামান রাজীবসহ অন্যান্য কর্মকমর্তারা উপস্থিত ছিলেন।
একেএ/এমআর