সাধারণ ক্ষমায় সৌদি ছাড়ছে ১০ লাখ প্রবাসী

আজকেরবাজার ডেস্ক: সৌদি সরকারের চলমান সাধারণ ক্ষমার আওতায় অন্তত ১০ লাখ অভিবাসী শ্রমিক নিজ দেশে ফিরবে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গত মার্চে অবৈধ শ্রমিকদের জন্য দেশটি ফের এই সাধারণ ক্ষমার ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী, আবাসন খাতে ও শ্রম আইন লঙ্ঘনকারীদের জন্য ৯০ দিনের সময় বেধে দেওয়া হয়। এতে বলা হয়, এ সময়সীমার মধ্যে আইন লঙ্ঘনকারীরা জরিমানা ছাড়া সৌদি আরব ছেড়ে যেতে পারবেন।

গালফবিজনেজের এক খবরে বলা হয়, যারা অবৈধভাবে সৌদি আরবে প্রবেশ করে কাজ করছেন বা যাদের কাগজপত্র নেই- তাদেরকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ এই সাধারণ ক্ষমার সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সেইসঙ্গে তিনি এই ক্যাম্পেইনে সবাইকে সহযোগিতা করার অনুরোধ করেছেন। গত ২৯ মার্চ এই অভিযান শুরু হয়। পাসপোর্ট বিভাগ এবং শ্রম ও উন্নয়ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, প্রাথমিকভাবে ভালোই সাড়া পাওয়া যাচ্ছে।

“অভিযান চালুর পর প্রথম সপ্তাহে জেদ্দা ও মদিনায় ৬ হাজারের মতো পাকিস্তানি এ ব্যাপারে সহায়তার জন্য যোগাযোগ করেছেন। এছাড়া ভারতের প্রায় ৪ হাজার প্রবাসী সৌদি ছাড়ার জন্য ছাড়পত্র চেয়েছেন।”

সাধারণ ক্ষমার এ প্রচারণা চালাতে কাজ করছে সরকারের ১৯টি সংস্থা। যারা হজ বা ওমরাহ ভিসা, অন্যান্য ভিসার নির্ধারিত মেয়াদের অতিরিক্ত সময় সৌদি আরবে অবস্থান করছেন তারাও এই ক্ষমার অধীনে আসবেন।

কর্মকর্তারা বলছেন, ৩ মাসের এই অভিযানে অন্তত ১ মিলিয়ন বা ১০ লাখ অবৈধ প্রবাসী সৌদি ছাড়বেন বলে ধারণা করা হচ্ছে।

অবৈধ অভিবাসী তাড়াতে সৌদি সরকারের এটিই প্রথম সাধারণ ক্ষমার ক্যাম্পেইন নয়। তেলবাজারে হোঁচট খাওয়া দেশটি ২০১৩ সালে প্রথম এধরনের ক্যাম্পেইন চালু করে। ওই সময় প্রায় ২৫ লাখ অবৈধ অভিবাসী সৌদি আরব ছাড়েন।

আজকেরবাজার:এলকে/এলকে/২৩ এপ্রিল,২০১৭