সানরাইজার্স হায়দ্রাবাদে সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে(আইপিএল) সা্নরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে মাঠে নামবেন অলরাউন্ডার সাকিব আল হাসান।শনিবার ২৭জানুয়ারি ভারতের বেঙ্গালুরুতে আইপিলের নিলাম ডাকা শুরু হয়েছে। নিলামে ২কোটি রুপিতে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। দীর্ঘ সাত বছর পর সাকিব আর কেকেআরের বাঁধন শেষ পর্যন্ত ছিঁড়ে যায় এ বছর।  বাংলাদেশ আইকনের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি।

প্রথমে বিড করে সানরাইজার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিশ্বসেরা অলরাউন্ডারকে পেতে ২ কোটি রুপি দর হাঁকায় হায়দ্রাবাদ।

ভিত্তিমূল্যের উপরে আর কোনো বিড করেনি বিরাট কোহলির বেঙ্গালুরু। তাতেই ‘স্বল্প দামে’ হাইপ্রোফাইল সাকিবকে লুফে নেয় ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স টিম।

আজকের বাজার:এসএস/২৭জানুয়ারি ২০১৮