চোখের যাদুকরী চাহনিতে সহপাঠিকে হৃদয়ের আহ্বান জনানো এক মিষ্টি মেয়ের একটি ভিডিও গত কয়েকদিন ধরে সামাজিক যোগাোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওর মেয়েটির নাম
প্রিয়া প্রকাশ ভারিয়া। মেয়েটি এখন গুগলের মোস্ট সার্চড সেলিব্রিটি। না হওয়ারইবা কি আছে! প্রিয়া যে তার চোখের ইশারায় নজর কেড়েছে গোটা দেশের। এমনকি তরুণ প্রজন্মের চোখের ঘুম কেড়ে নিয়েছে সে।
ত্রিশূরের বিমলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী প্রিয়া। মালয়ালম ছবির টিজারে রাতারাতি সেলিব্রিটি হয়ে উঠেছেন প্রিয়া। গুগল সার্চের দিক দিয়ে তাই ছাড়িয়ে গেলেন দীপিকা, ক্যাটরিনা কাইফ ও সানি লিওনকে।
ভারতীয় কনিষ্ঠ সেলিব্রিটি হিসেবে প্রথম দিনই ৬১০০০০ ফলোয়ার পেয়েছেন ইশারার যাদুকর প্রিয়া। এখন তার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে।
তার চোখের ইশারায় গোটা দেশ পাগল হলেও ধর্মীয় অনুভুতিতে আঘাত দিয়েছে এমনটা দাবি করে হায়দারবাদের এক যুবক তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছে।
আজকের বাজার: আরজেড/১৭ ফেব্রুয়ারি ২০১৮