সানির সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করলেন আরবাজ

আগামী ২৪ নভেম্বর মুক্তি পাচ্ছে পরিচালক রাজীব ওয়ালিয়ার নতুন ছবি ‘তেরা ইন্তেজার’। ছবিতে প্রথমবার সানি লিওনের সঙ্গে অভিনয় করেছেন আরবাজ খান।
হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানায়, নতুন ছবিতে সানি লিওনের সঙ্গে কাজ করে কেমন লেগেছে? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে আরবাজ খান বলেন, যদি আবার সানির সঙ্গে কাজ করার সুযোগ আসে, তাহলে আমি আবার তার সঙ্গে কাজ করতে চাইব।
এর আগে একটি সাক্ষাৎকারে আরবাজ খান জানিয়েছিলেন, আগামী বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে ‘দাবাং থ্রি’-এর শ্যুটিং। ‘দাবাং থ্রি’তে কী দেখা যাবে সানি লিওনেকে? প্রসঙ্গে আরবাজ বলেন, ‘যখন মালাইকা দাবাংয়ে অভিনয় করেন, ওর জনপ্রিয়তা আরো বেড়ে যায়। যখন করিনা দাবাং টু-তে অভিনয় করেন, ওর জনপ্রিয়তাও বেড়ে যায়। তাই যেই দাবাংয়ের অংশ হয়েছেন, তারই জনপ্রিয়তা বেড়ে গিয়েছে।
আর যদি সানির কথা বলি, তাহলে অবশ্যই বলব, ওর ক্ষেত্রেও তাই হবে। আমরা ছবির গল্প, চরিত্র, পরিস্থিতি আগে দেখি। যদি সানি চরিত্রের সঙ্গে ফিট করে যায়, তাহলে আমরা ওর সঙ্গে অবশ্যই কাজ করব।
আজকের বাজার: সালি / ২০ নভেম্বর ২০১৭