চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার এমইএস কলেজের সামনে ছাত্রলীগ নেতা-কর্মীদের ছুরিকাঘাতে স্কুলছাত্র জাকির হোসেন সানি (১৭) খুনের ঘটনায় এজাহারভুক্ত দুই আসামি আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ওসমান গণির আদালত তাদের কারাগারে পাঠানোর নিদের্শ দেন।
আসামিরা হলেন-আনিসুর রহমান (৩০) ও মো. মামুন (৩০)। তারা মামলার এজাহারভুক্ত ৫ ও ৭ নং আসামি।
আদালতের জেনারেল রেজিস্ট্রার (জিআরও) মো. মোশাররফ হোসেন জানান, এমইএস কলেজের সামনে ছুরিকাঘাত করে স্কুলছাত্র সানি হত্যার দুই আসামি আজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জেল হাজতে পাঠিয়ে দেন।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট ছাত্রলীগের জুনিয়র গ্রুপের মধ্যে বিরোধের জের ধরে এমইএস কলেজের সামনে ছুরিকাঘাতে খুন হন জাকির হোসেন সানি। এ ঘটনায় সানির বড় বোন মাহমুদা আক্তার বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে খুলশী থানায় মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- সৌরভ ঘোষ (২০), সৈয়দ সাফাত কায়সার (১৯), রবিউল (১৯), তুষার (২২), আনিসুর রহমান (৩০), আয়াতুল হক (২০) ও মো. মামুন (৩০)। এছাড়া আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়
আজকের বাজার /ফজলুর রহমান