বলিউডের খোলামেলা অভিনেত্রী সানি লিওন বর্ষবরণের অনুষ্ঠানে পারফর্ম করলে গণআত্মহত্যা হবে! এই ‘হুমকি’র প্রেক্ষিতে বেঙ্গালুরুর পুলিশ জানায়, তারা সানি লিওন আর তার টিমের কোনো নিরাপত্তা দিতে পারবে না। সেকারণে সানি লিওনকে বাতিল করতে হলো বেঙ্গালুরুর পূর্ব ঘোষিত বর্ষবরণের অনুষ্ঠান।
কথা ছিল, চলতি বছরের শেষ রাত থেকে শুরু হওয়া নববর্ষের অনুষ্ঠানে পারফর্ম করবেন সানি লিওন। সেখানে অনুষ্ঠান করার কথা বেঙ্গালুরুর জনপ্রিয় ডিস্কো জকি এবং র্যাপারদেরও। কিন্তু ‘সানি শো’ বাতিল হওয়ার কারণে সমস্যায় আয়োজকরা। আদৌ আয়োজন করা হবে কি না বর্ষবরণের উৎসব, সে নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।
নিজের অনুষ্ঠান বাতিল করা নিয়ে টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন সানি। টুইটে সানি জানিয়েছেন, ‘পুলিশ নববর্ষের অনুষ্ঠানে আমাকে এবং আমার টিমকে কোনো নিরাপত্তা দিতে পারবে না। আমার কাছে মানুষের নিরাপত্তাই সবার আগে, সেহেতু আমি অনুষ্ঠান করছি না।’ তবে ওই টুইটেই ফ্যানদের নববর্ষের আগাম শুভেচ্ছা জানাতে ভুল করেননি সানি।
আজকের বাজার: আরআর/ ২০ ডিসেম্বর ২০১৭