‘ঢাকা অ্যাটাক’-এর কাহিনি লিখে দারুণ খ্যাতি পেয়েছেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার। এবার আসছেন বড়সড় চমক নিয়ে। সানীর গল্প থেকে নির্মিত হবে গোয়েন্দা সিরিজ ও সিনেমা।
তিনি জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কিছু চমকপ্রদ কাহিনির উপর ভিত্তি করে রচনা করেছেন ‘ঢাকা ডিটেক্টিভ সিরিজ’। সেই কাহিনি অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে সিরিজ ও সিনেমা। সিরিজটি প্রচার হবে টেলিভিশন ও ওয়েব সাইটে।
সানী বললেন, ‘শুভানুধ্যায়ীদের সমর্থন এবং ভালোবাসার উপর ভর করে বিস্তারিত ঘোষণা আসছে শীঘ্রই।’
‘ঢাকা অ্যাটাক’এর মাধ্যমে সানী তার প্রতিভার পরিচয় দিয়েছেন। আশা করা যায় গোয়েন্দা সিরিজের মাধ্যমে জমজমাট নতুন কিছু পাওয়া যাবে।
আজকের বাজার: সালি / ৩১ জানুয়ারি ২০১৮