নওগাঁর সাপাহার উপজেলার বাগডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
নিহতের নাম আমিনা খাতুন। নিহত আমিনা একই গ্রামের আমিনের মেয়ে এবং বিন্যাকুড়ী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
রোববার (১৫ জুলাই) সন্ধ্যায় ওই গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমিনা অভিমান করে মাটির বাড়ির দোতলা পরিত্যাক্ত একটি ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। দীর্ঘ সময় তাকে না পেয়ে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা।
পরে দোতলায় গিয়ে দেখেন আমিনা গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে আছে।
খবর পেয়ে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সাপাহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আজকের বাজার/একেএ