সাপের কামড়ে মেহেরপুরে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন-মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের মল্লিকপাড়ার নুর ইসলামের স্ত্রী ছিতারন নেছা (৪৭) ও বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত ফকির মহাম্মদের ছেলে কৃষক জালাল উদ্দীন (৫৮)।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে ছিতারন নেছা নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে বিষাক্ত সাপে কামড় দিলে অসুস্থ হয়ে পড়েন। এসময় পরিবার ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, সদর উপজেলার গোভিপুর গ্রামে ঘরে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপে জালাল উদ্দীনকে কামড় দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান