সাপ্তাহিক গেইনারের শীর্ষে খুলনা পাওয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষে উঠে এসেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৯ দশমিক ৯১ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৬৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ২৫৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ২১ দশমিক ১৬ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১১ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৪৫ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার।

তালিকার তৃতীয় স্থানে থাকা কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১৬ দশমিক ৫১ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৮৯ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইনটেক লিমিটেড, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, মেঘনা সিমেন্ট মিলস, ইস্টার্ন হাউজিং ও সামিট পাওয়ার লিমিটেড।