ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনারের শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। এ সময়ে ফান্ডটির ইউনিট দর বেড়েছে ২৩ দশমিক ২৩ শতাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ১৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রানার অটোমোবাইলস লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ১৯ দশমিক ১৮ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৩৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার।
তালিকার তৃতীয় স্থানে থাকা আনলিমা ইয়ার্ন লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১০.৫৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ১১ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল পলিমার, জেনেক্স ইনফোসিস, বসুন্ধরা পেপার মিলস, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ,বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, ফাইন ফুডস ও স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।