বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২২ দশমিক ০৪ শতাংশ।
ডিএসই সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে,আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৮ লাখ ৩৫ হাজার ২৫০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৩৩ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১৮ দশমিক ৫২ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১২ কোটি ৮৭ লাখ ৬৮ হাজার ২৫০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৫১ কোটি ৫০ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা ইন্টেক লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১৫ দশমিক ৮৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪ কোটি ৮ লাখ ২৪ হাজার ২৫০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে এই কোম্পানির ১৬ কোটি ৩২ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নর্দার্ণ জুটের ১২ দশমিক ১৫ শতাংশ, রুপালী ব্যাংকের ১১ দশমিক ৬৪ শতাংশ, জিকিউ বলপেনের ৯ দশমিক ৮৬ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৯ দশমিক ৬০ শতাংশ, ডরিন পাওয়ারের ৮ দশমিক ৮৫ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৮ দশমিক ৪১ শতাংশ এবং আল-হাজ্ব টেক্সটাইলের ৭ দশমিক ৪৯ শতাংশ দর বেড়েছে।
আজকের বাজার:এলকে/এলকে/১৩ মে,২০১৭