সাপ্তাহিক গেইনারের শীর্ষে এ্যাপেক্স স্পিনিং

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৪ দশমিক শূন্য ৯ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১২ কোটি ৬২ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গড়ে প্রতিদিন ছিল ৩ কোটি ১৫ লাখ ৬৯ হাজার ৭৫০ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল লিমিটেড। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৩ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪১ কোটি ১৬ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ছিল ১০ কোটি ২৯ লাখ ৬ হাজার টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইর গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রেনউইক যজ্ঞেশ্বর ৯ দশমিক ৫৮ শতাংশ, এমবি ফার্মা ৯ দশমিক ১৪ শতাংশ, এ্যাপেক্স ফুডস ৮ দশমিক ৯১ শতাংশ, ফাইন ফুডস ৭ দশমিক ৫৩ শতাংশ, ফার্মা এইডস ৭ দশমিক শূন্য ৪ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যার ৫ দশমিক ৭৩ শতাংশ, পদ্মা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স ৫ দশমিক ২৯ শতাংশ এবং প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ১৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।