সাপ্তাহিক গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল

১৬ দশমিক ৬৭ শতাংশ শেয়ার দর বৃদ্ধির মধ্য দিয়ে সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওয়াটা কেমিক্যাল লিমিটেড।

সপ্তাহজুড়ে এ কোম্পানিটির ৩৫ কোটি ৫৩ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গড়ে প্রতিদিন ছিল ৭ কোটি ১০ লাখ ৬৪ হাজার  টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যাইল ক্রাফট লিমিটেড। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৩ দশমিক ২৪ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির  ৫ কোটি ৫০ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ছিল এক কোটি ১০ লাখ ১০ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১২ দশমিক ৯৪ শতাংশ দর বেড়েছে।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্যালভো কেমিক্যালের ৬.৪৭ শতাংশ, ফাইন ফুডসের ৫.৯৬ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ৫.৭১ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডের ৫.৭১ শতাংশ, প্রিমিয়ার সিমেন্ট মিলসের ৪.৩ শতাংশ, ডরিন পাওয়ারের ৩.৭৭ শতাংশ ও এসিআই লিমিটেডের ৩.৬৮ শতাংশ দর বেড়েছে।

আরএম/