বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনারে থাকা ১০ কোম্পানির মধ্যে ৭টি বা ৭০ শতাংশ এ ক্যাটাগরির কোম্পানির।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, টপটেন গেইনারের মধ্যে শীর্ষে অবস্থান করছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৯.৪১ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১১ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৫৯ কোটি ৭৭ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ২৮.৩৭ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৫ কোটি ৮২ লাখ ৫ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ২৯ কোটি ১০ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেনর হয়েছে।
তালিকায় এ ক্যাটাগরির অন্যন্যা কোম্পানিগুলোর মধ্যে- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ১৪.৪৩ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ১৪.১৩ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডসের ১১.৯৮ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ১১.৮৬ শতাংশ এবং আল- আরাফাহ ইসলামী ব্যাংকের ১১.৬৩ শতাংশ দর বেড়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফিউলিং স্টেশন লিমিটেডের শেয়ার দর বেড়েছে ২৪ দশমিক ৩১ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ১১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এচাড়া দর বাড়ার তালিকায় থাকা অন্য তিন কোম্পানির মধ্যে ইন্ট্রাকো রিফিউলিং স্টেশনের ২৪.৩১ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ১৯.১৬ শতাংশ এবং মিরাকল ইন্ডাস্ট্রিজের ১৫.১৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।