বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষে উঠে এসেছে যেসব কোম্পানি বিডি অটোকারস লিমিটেড। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪২ দশমিক ৯৬ শতাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ১৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ৪০ দশমিক ৩৫ শতাংশ।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এটলাস বাংলাদেশ লিমিটেড, লিবরা ইনফিউশনস, মুন্নু জুট স্ট্যাফলার্স, বাংলাদেশ ল্যাম্পস, আনোয়ার গ্যালভানাইজিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ এবং উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড।
আরএম/