সাপ্তাহিক গেইনারের শীর্ষে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষে উঠে এসেছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৩ দশমিক ৬৭ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ২৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ২১ দশমিক ৫৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৮০ কোটি টাকার শেয়ার।

তালিকার তৃতীয় স্থানে থাকা সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১৯ দশমিক ৪২ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম টেক্স, আইটি কনসালটেন্স, একটিভ ফাইন, সায়হাম কটন, গ্লোবাল হেভি কেমিক্যালস, এএফসি এগ্রো এবং নাহি অ্যালুমিনিয়াম কমপোচিট প্যানেল লিমিটেড।

আরএম/