সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন দরপতনের শীর্ষে অবস্থান করছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৩ দশমিক ৪১ শতাংশ।
ডিএসই সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, প্রতিদিন গড়ে কোম্পানিটির ৮৩ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৪ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১১ দশমিক ৮৫ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১ কোটি ২৮ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৬ কোটি ৪০ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর ১১ দশমিক ১১ শতাংশ কমেছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৯৫ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৪ কোটি ৭৮ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া দরপতনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড ১০ শতাংশ, নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ৮ দশমিক ৪২ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড ৮ দশমিক ৩৩ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৮ দশমিক শূন্য ৪ শতাংশ, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৭ দশমিক ৯৮ শতাংশ, দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড ৭ দশমিক ১৪ শতাংশ এবং মিরাকল ইন্ডাস্ট্রিস লিমিটেডের ৬ দশমিক ৩৯ শতাংশ দর কমেছে।
আজকের বাজার:এলকে/এলকে/ ২ জুন ২০১৭