সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন দরপতনের তালিকার শীর্ষে অবস্থান করছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১০ দশমিক ১৭ শতাংশ।
ডিএসই সূত্র জানায়, প্রতিদিন গড়ে কোম্পানিটির ৪১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২ কোটি ৯ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দরপতনে দ্বিতীয় স্থানে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১০ দশমিক ০৮ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১৫ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৭৮ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এবি ব্যাংক লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর ৯ দশমিক ৬৪ শতাংশ কমেছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ২ কোটি ৬৬ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১৩ কোটি ৩৪ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া দরপতনে শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৮ দশমিক ৬৪ শতাংশ, ইয়াকিন পলিমার ৬ দশমিক ৫৬ শতাংশ, এসইএসএর আইবিবিএল শরীয়াহ ফান্ড ৬ দশমিক ৫২ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৬ দশমিক ২০ শতাংশ, নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৫ দশমিক ৮৮ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৫ দশমিক ৬৬ শতাংশ এবং ডেলটা স্পিনার্স লিমিটেডের ৫ দশমিক ৪৫ শতাংশ দর কমেছে।
আজকের বাজার: এলকে/এলকে ১৬ জুন ২০১৭