সাপ্তাহিক দরপতনের শীর্ষে বঙ্গজ

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতন তালিকার শীর্ষে অবস্থান করছে বঙ্গজ লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৬ দশমিক ৫৫ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ১ কোটি ২০ লাখ ৫১ হাজার ৫০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৪ কোটি ৮২ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে সাভার রিফ্রাক্টরিজ লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৫ দশমিক ৪১ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৩ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১৫ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো সিনথেটিক লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৪ দশমিক ৪৭ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৬১ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২ কোটি ৪৫ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আরএকে সিরামিকস ১৩ দশমিক ৫৭ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্ক ১১ দশমিক ৯৮ শতাংশ, মাইডাস ফাইন্যান্স ১১ দশমিক ৬৯ শতাংশ, মেঘনা পেট ১০ দশমিক ৮৮ শতাংশ, ফাস ফাইন্যান্স ১০ দশমিক ৮৭ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্স ১০ দশমিক ৫৩ শতাংশ এবং খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিং লিমিটেডের ১০ দশমিক ৪৯ শতাংশ দর কমেছে।