সাপ্তাহিক দরপতনের শীর্ষে ইউনাইটেড ফাইন্যান্স

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১২ দশমিক ৭৫ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৭ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গড়ে প্রতিদিন ছিল ১৫ লাখ ৪৮ হাজার টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১২ দশমিক ২৭ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮৮ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ছিল ১৭ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর কমেছে ১১ দশমিক ৬৫ শতাংশ।

লুজারের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ১০ দশমিক ৫৬ শতাংশ, ব্যাংক এশিয়া লিমিটেড ১০ দশমিক ৩৮ শতাংশ, মাইদাস ফাইন্যান্স লিমিটেড ১০ দশমিক ১৮ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার লিমিটেড ৯ দশমিক ৮১ শতাংশ, রংপুর স্টীল রি-রোলিং মিলস লিমিটেড ৯ দশমিক ৭৪ শতাংশ, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৯ দশমিক ৪২ এবং রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের দর কমেছে ৯ দশমিক ০৯ শতাংশ।

আরএম/