গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধিতে শীর্ষে উঠে এসেছে কোহিনুর কেমিক্যালস লিমিটেড।
ডিএসই সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে শেয়ারটির দর বেড়েছে ২২ দশমিক ৭৮ শতাংশ। শেয়ারটি সর্বমোট লেনদেন করে ২২ কোটি ২১ লাখ ২৪ হাজার টাকা। যার গড় হিসাব দাঁড়ায় (প্রতিদিন) ৪ কোটি ৪৪ লাখ ২৪ হাজার টাকা। এ তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে - ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লিমিটেড এবং অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং।
এর মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লিমিটেডের দর বেড়েছে ১৭ দশমিক ৬৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬ কোটি ৯৫ লাখ ৮৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৩৯ লাখ ১৭ হাজার ৬০০ টাকা। আর অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিংয়ের দর বেড়েছে ১৬ দশমিক ৩১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১১ কোটি ১২ লাখ ৭৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ২২ লাখ ৫৫ হাজার টাকা।
তালিকার অন্য কোম্পানিগুলোর মধ্যে - সী পার্লের শেয়ার দর বেড়েছে ১২ দশমিক ০১ শতাংশ, মুন্নু সিরামিকের বেড়েছে ৭ দশমিক ১৭ শতাংশ, ওরিয়ন ফার্মার ৫ দশমিক ৯০ শতাংশ, এপেক্স ফুডসের ৪ দশমিক ৭৮ শতাংশ, এসিআই লিমিটেডের ৪ দশমিক ৪০ শতাংশ, আইবিবিএলের ৩ দশমিক ৮০ শতাংশ এবং বিকন ফার্মার শেয়ার দর বেড়েছে ৩ দশমিক ০১ শতাংশ।
আজকের বাজার/এ.এ