ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২২.৪৭ শতাংশ ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ২২.৪৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ১৫ কোটি ৭৭ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ৫ কোটি ২৫ লাখ ৭১ হাজার ৬৬৭ টাকা।
ডিএসইতে সাপ্তাহিক গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লিবরা ইনফিউশনের ২০.৬৫ শতাংশ, ফার্মা এইডসের ২০.২৯ শতাংশ, আরামিটের ১৮.৫৭ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ১৭.৪৯ শতাংশ, মুন্নু জুট স্টাফলার্সের ১৭.৪৪ শতাংশ, এমবি ফার্মার ১৪.৩৫ শতাংশ, কোহিনুল কেমিক্যালসের ১২.৩২ শতাংশ, আইসিবির ১২.১৩ শতাংশ এবং বাংলাদেশ সাবমেরিন কেবলসের শেয়ার দর ১১.৮২ শতাংশ বেড়েছে।