সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে যেসব কোম্পানি তার মধ্যে প্রথমেই রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে  ৪৫ দশমিক ৫৫ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটির প্রতিদিন গড়ে ১০ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৪৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ৪২ দশমিক ৬৪ শতাংশ।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আজিজ পাইপস, তসরিফা ইন্ডাস্ট্রিজ, প্যাসিফিক ডেনিমস, বিডি অটোকার্স, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, এএমসিএল প্রাণ, এইচআর টেক্সটাইল ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আরএম/