সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ১১২ কোটি ৬৫ লাখ ২০ হাজার টাকার লেনদেন হয়েছে।
লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন করেছে গ্রামীণফোন লিমিটেড। এই কোম্পানিটির ৮ লাখ ৫১ হাজার ৪৬৭টি শেয়ারের হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ৩৪ কোটি ৯৪ লাখ ১০ হাজার টাকা।
দ্বিতীয় অবস্থানে ছিল বিএটিবিসি। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৯০ হাজার শেয়ারের হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ২৬ কোটি ৯১ লাখ টাকা।
তৃতীয় অবস্থানে ছিল ব্র্যাক ব্যাংক লিমিটেড। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির ১২ লাখ ৭ হাজার ৪১০টি শেয়ারের হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ১০ কোটি ২৯ লাখ ১০ হাজার টাকা।
চতুর্থ অবস্থানে ছিল ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২৭ লাখ ২৮ হাজার ৫০০টি শেয়ারের লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬ কোটি ৬২ লাখ টাকা।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এএফসি এগ্রো, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, গ্রীনডেল্টা মিউচ্যুয়াল ফান্ড,আইডিএলসি ফাইন্যান্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পিটিএল, রেনেটা, সুহৃদ, অ্যাপেক্স ট্যানারি, ব্যাংক এশিয়া, বাটা সু, সিটি ব্যাংক, এবি ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
আজকের বাজার:এলকে/এলকে/ ৩০ সেপ্টেম্বর ২০১৭