সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৯ খাতে

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর (রিটার্ন) কমেছে ১৯ খাতে। অন্যদিকে দর বেড়েছে একমাত্র খাদ্য খাতে। এই খাতে  দশমিক ৯৮ শতাংশ দর বেড়েছে।

লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সিরামিক খাতে। এই খাতে ১০ দশমিক ৭৩ শতাংশ দর কমেছে।

অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে ২ দশমিক ৭২ শতাংশ, সিমেন্ট খাতে ১ দশমিক ২০ শতাংশ, প্রকৌশল খাতে ৩ দশমিক ৬ শতাংশ দর কমেছে।

এছাড়া জ্বালানি-বিদ্যুৎ খাতে  দশমিক ০৮ শতাংশ,সাধারণ বিমা খাতে  ১ দশমিক ৩৭ শতাংশ, জীবন বিমা খাতে  দশমিক ৯৩ শতাংশ,  আইটি খাতে  ৩ দশমিক ৫০ শতাংশ, পাট খাতে দশমিক ৩১ শতাংশ, বিবিধ খাতে ১ দশমিক ৩৩  শতাংশ ও আর্থিক খাতে ৩ দশমিক ৪০ শতাংশ দর কমেছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে কাগজ খাতে ৭ দশমিক ২৮ শতাংশ, ওষুধ খাতে ১ দশমিক ৮৮ শতংশ, সেবা-আবাসন খাতে ৪ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৩৭ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৪ দশমিক ৬৪ শতাংশ, বস্ত্র খাতে ৩ দশমিক ১ দশমিক ১৮ শতাংশ ও ভ্রমণ অবকাশ খাতে ১ দশমিক  ৩৩ শতাংশ দর কমেছে।

আরএম/