সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকায় উঠে এসেছে যেসব কোম্পানি তারমধ্যে প্রথমেই রয়েছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৭ দশমিক ১৫ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ১৫ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৬২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে জিল বাংলা সুগার মিলস লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৬ দশমিক ১৩ শতাংশ।
তালিকায় তৃতীয় স্থানে থাকা মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের দর কমেছে ১২ দশমিক ৯৭ শতাংশ।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো-সমতা লেদার কমপ্লেক্স, সোনারগাঁ টেক্সটাইল, সাভার রিফ্যাক্টরিজ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, জনতা ইন্স্যুরেন্স, বার্গার পেইন্টস বাংলাদেশ এবং বীচ হ্যাচারী।
রাসেল/